সিরাজগঞ্জে কথিত বন্দুকযুদ্ধে ২ ‘শীর্ষ সন্ত্রাসী’ নিহত

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই ‘শীর্ষ সন্ত্রাসীর’ মৃত্যু হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 August 2016, 03:06 AM
Updated : 25 August 2016, 06:23 AM

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান র‌্যাব-১২-এর হাটিকুমড়ুল ক্যাম্প কমান্ডার মেজর হাসিবুল ইসলাম।

নিহতরা হলেন - সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভাঙ্গারা গ্রামের দশের আলীর ছেলে সানোয়ার হোসেন সানু (৩২) ও পাবনার চাটমোহর উপজেলার আংকুটিয়া গ্রামের মাজেম মণ্ডলের ছেলে লুৎফর রহমান (৫৫)।

র‌্যাব কর্মকর্তা হাসিবুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে শীর্ষ সন্ত্রাসী ও ভাড়টে খুনি ছানোয়ার ও লুৎফর ঘটনাস্থলেই মারা যান।

“এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি পাইপগান, দুটি ছুরি ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।”

পরে র‌্যাব-১২-এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মো. শাহাবুদ্দিন খান সাংবাদিকদের বলেন, কামারখন্দ উপজেলার জামতৈল কলেজপাড়া এলাকায় সন্ত্রাসীরা সংঘবদ্ধ হচ্ছিল।

“র‌্যাব সেখানে উপস্থিত হলে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। প্রায় ৩০ মিনিট গোলাগুলির পর একটি সেতুর কাছে দুই শীর্ষ সন্ত্রাসীকে গুলিবিদ্ধ হয়ে অবস্থায় পাওয়া যায়।”

তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান র‌্যাব কর্মকর্তা শাহাবুদ্দিন।

তিনি বলেন, নিহত দুজনই চলতি বছর ১৬ জুন কামারখন্দ ইউনিয়ন পরিষদ সদস্য মাহবুবুল আলম মিল্টন হত্যায় জড়িত। এছাড়া সানোয়ারের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা ও ডাকাতির ঘটনায় আটটি মামলা রয়েছে।

“আর লুৎফর রহমান ভাড়াটে খুনি হিসাবে পরিচিত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।”

গোলাগুলির ঘটনায় র‌্যাবের এএসআই আল মাহমুদ ও কনস্টেবল সাজ্জাদ হোসেন আহত হলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে জানান র‌্যাব কর্মকর্তা শাহাবুদ্দিন।