টাঙ্গাইলে ২ ‘জেএমবি’ আটক

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় নিষিদ্ধ জেএমবির সন্দেহভাজন দুই সদস্যকে বোমা তৈরির সরঞ্জামসহ আটক করেছে পুলিশ।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 August 2016, 08:51 AM
Updated : 24 August 2016, 08:51 AM

বুধবার ভোরে উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড ও বল্লভবাড়ি থেকে তাদের আটক করা হয় বলে জানান পুলিশ সুপার মো. মাহবুব আলম।

আটককৃতরা হলেন টাঙ্গাইলের মধুপুর উপজেলার ব্রাহ্মণবাড়ি গ্রামের ছামাদ আলীর ছেলে মো. জুয়েল মিয়া (২৬) ও বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া কলোনির জয়নাল আবেদীনের ছেলে আবু সাইদ (২৪)।

পুলিশ সুপার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে জুয়েলকে আটক করা হয়।

“জুয়েলের দেওয়া তথ্যমতে বল্লভবাড়ী এলাকায় অভিযান চালিয়ে আতোয়ার মিয়ার বাড়ির ভাড়া বাসা থেকে আটক করা হয় সাইদকে।”

এ সময় সাইদের ঘর থেকে ‘বিপুল পরিমাণ’ বোমা তৈরির সরঞ্জাম, বারুদ, অ্যামোনিয়া, ক্যাসিটার, সার্কিট, চাপাতি, বোমা তৈরির বর্ণনা লেখা একটি খাতা, জিহাদি বই ও জেএমবির ট্রেনিং কার্যক্রমের ভিডিও রাখা মেমোরি কার্ড উদ্ধার করা হয় বলে জানান পুলিশ সুপার মাহবুব।