মধ্যস্থতায় খুলল বালুচর উচ্চ বিদ্যালয়

অভিভাবককে মারধরের অভিযোগে ঠাকুরগাঁও সদরে এলাকাবাসীর বন্ধ করে দেওয়া বালুচর উচ্চ বিদ্যালয় খুলে দেওয়া হয়েছে।

ঠাকুরগাঁও প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 August 2016, 01:24 PM
Updated : 23 August 2016, 02:23 PM

গন্যমান্যদের মধ্যস্থতায় মঙ্গলবার সকালে স্কুলটি খুলে দেওয়া হয় বলে দেবীপুর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জানান।

রোববার ‘শিক্ষার্থীর শাস্তির প্রতিবাদ করায়’ সদরের দেবীপুর ইউনিয়নের বালুচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহার আলীর বিরুদ্ধে এক অভিভাবককে মারধরের অভিযোগে উঠে।

এ ঘটনার প্রতিবাদে সোমবার দুপুরে বিদ্যালয়টির প্রধান শিক্ষকসহ সব শ্রেণিক্ষকে তালা ঝুলিয়ে দেয় এলাকাবাসী।

চেয়ারম্যান মোয়াজ্জেম বলেন, শিক্ষা কার্যক্রম চালু রাখতে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়। পরে এলাকাবাসী তালা খুলে দেয়।

মনোহরি চন্দ্র নামে এক শিক্ষার্থীর বাবা বলেন, “শিক্ষার্থী ও অভিভাবককে মারধরের ঘটনার প্রধান শিক্ষক দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন। এজন্য আমরা বিদ্যালয়টির খুলে দিয়েছি।”