লালমনিরহাট সীমান্তে বিএসএফের স্থাপনা নির্মাণে বিজিবির বাধা

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় নো-ম্যান্স ল্যান্ডের বাংলাদেশ অংশে স্থাপনা তৈরির উদ্যোগ নিয়েছে বিএসএফ, যাতে বাধা দিয়েছে বিজিবি।

লালমনিরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 August 2016, 05:15 PM
Updated : 20 August 2016, 05:15 PM

শনিবার ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, হাতীবান্ধা উপজেলার সিংঙ্গীমারী সীমান্তে ৮৯৪ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলার অতিক্রম করে বাংলাদেশ অংশে স্থাপনা তৈরি করা হচ্ছে।

প্রায় ২০০ মিটার লম্বা একটি ইটের দেয়াল বাংলাদেশ অংশে তৈরি করা হয়েছে।

বিজিবি-১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল বজলুর রহমান হায়াতী বলছেন, বিজিবির বাধার মুখে বিএসএফ নির্মাণকাজ বন্ধ রেখেছে।

“এ বিষয়ে শনিবার দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনার কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়েছে। সোমবার বিষয়টি নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর একসঙ্গে বসার কথা রয়েছে।”

সিংঙ্গীমারীর বাসিন্দা আমিনুর রহমান (৫৭), লুৎফর রহমান (৫০), নুর ইসলাম (৩৫) নামের এলাকার বাসিন্দারা জানান, বেশ কিছুদিন ধরে বিএসএফ নতুন ক্যাম্প নির্মাণ করছে। ক্যাম্পের একটি দেয়াল সীমানা পিলারের এপারে বাংলাদেশ অংশে তৈরি করতে দেখা গেছে।

বিষয়টি নিয়ে সীমান্ত এলাকার বাংলাদেশিদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে বলে জানান তারা।

বিজিবি কর্মকর্তা হায়াতী বলছেন, “সীমান্তের অনেক জায়গায় এমন কাজ করছে বিএসএফ। আমরা প্রটেক্ট দিয়েছি।”

সোমবার বেলা ১১টায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে তিনি জানান।