রাঙামাটিতে মিয়ানমারের ভিক্ষু আটক

বাংলাদেশে অবৈধভাবে অবস্থানের অভিযোগে মিয়ানমারের এক বৌদ্ধ ভিক্ষুকে আটক করেছে আইনশৃংখলা বাহিনী। এ সময় তার কাছে থাকা বহু দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়।

রাঙামাটি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 August 2016, 03:52 PM
Updated : 19 August 2016, 03:52 PM

শুক্রবার দুপুরে রাঙামাটি সদর উপজেলার রাজমনি পাড়ার একটি বৌদ্ধ বিহার থেকে উ তয়েন থি-কে (৬৮) আটক করা হয় বলে জুরাছড়ি থানার এসআই সাগর বড়ুয়া জানান।

তিনি বলেন, গোপন সংবাদ পেয়ে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা দুপুরে রাজমনি পাড়ার ‘শান্তিরত্ন বৌদ্ধ বিহারে’ অভিযান চালায়।

“এ সময় তার কাছ থেকে মিয়ানমারের মুদ্রা, পাঁচ হাজার বাংলাদেশি টাকা, বার্মিজ ভাষায় লিখিত দুটি ডায়েরি, ১৬টি বই, একটি টেলিফোন ইনডেস্ক, দুইটি সিডি ও দুইটি ডিভিডি উদ্ধার করা হয়।”

মিয়ানমারের নাগরিক উ তয়েন থি অবৈধভাবে ২০০৭ সাল থেকে বাংলাদেশে অবস্থান করছে বলে এসআই সাগর জানান।

শনিবার তাকে আদালতে হাজির করা হবে বলেও জানান তিনি।