লক্ষ্মীপুরে কথিত বন্দুকযুদ্ধে ‘ডাকাত’ নিহত

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ‘ডাকাত’ নিহত হয়েছে। আহত হয়েছে চার পুলিশ।

লক্ষ্মীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 August 2016, 03:35 AM
Updated : 9 August 2016, 05:28 AM

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ‘ডাকাত’ নিহত হয়েছে। আহত হয়েছে চার পুলিশ।

মঙ্গলবার ভোরে উপজেলার চরমোহনা ইউনিয়নের দক্ষিণ রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান রায়পুর থানার ওসি লোকমান হোসেন।

নিহত আলমগীর হোসেনের (৩০) বাড়ি উপজেলার চরমোহনা গ্রামে।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সূত্রে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে পুলিশ দক্ষিণ রায়পুর গ্রামের একটি সুপারি বাগানে অভিযান চালায়।

“পুলিশ দেখে ডাকাতরা গুলি করে। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি করলে আলমগীর আহত হন। পরে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”

এ সময় চার পুলিশ আহত হলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে জানান ওসি।

তিনি বলেন, গোলাগুলির পর ঘটনাস্থল থেকে পুলিশ একটি  দেশি বন্দুক, তিন রাউন্ড গুলি ও চাপাতি উদ্ধার করেছে।

আলমগীরের নামে রায়পুর থানায় সাতটি ডাকাতি মামলা রয়েছে বলে তিনি জানান।

লাশ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।