পাথরঘাটা কলেজ জাতীয়করণের দাবিতে শ্রেণিকক্ষ ভাংচুর

বরগুনা পাথরঘাটা কলেজ জাতীয়করণের দাবিতে অধ্যক্ষসহ শিক্ষকদের অবরুদ্ধ করে বিক্ষোভ ও শ্রেণিকক্ষে ভাংচুর চালিয়েছে শিক্ষার্থীরা।

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 August 2016, 10:48 AM
Updated : 3 August 2016, 10:48 AM

বুধবার সকাল ৯টা থেকে তিনঘণ্টা তাদের অবরুদ্ধ করে রাখা হয় বলে কলেজের অধ্যক্ষ মো. খলিলুর রহমান জানান।

পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অধ্যক্ষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কলেজ জাতীয়করণের দাবিতে শিক্ষার্থী-অভিভাবকসহ স্থানীয়রা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে।  বুধবার সকাল ৯টার দিকে কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা একত্রিত হয়ে অধ্যক্ষের কক্ষে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেয়।

“এ সময় আমি কলেজের অন্য শিক্ষকদের নিয়ে সভা করছিলাম। ফলে আমিসহ ৩০/৪০ জন শিক্ষক অবরুদ্ধ হয়ে পড়ি। পরে তারা বিভিন্ন শ্রেণিকক্ষে ঢুকে আসবাবপত্র ভাংচুর করে। ”

থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে বেলা ১২টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ এবং শিক্ষকদের অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করে বলে জানান অধ্যক্ষ।

কলেজ সরকারীকরণ বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক সাবেক শিক্ষার্থী ফেরদোস খান ইমন বলেন, উপজেলার মধ্যে এ কলেজ সব চেয়ে ভাল। এ প্রতিষ্ঠানটি বরাবরই ভাল ফলাফল করলেও হাজী জালাল উদ্দিন মহিলা কলেজকে জাতীয়করণের করা হয়েছে।

শ্রেণিকক্ষে ভাংচুরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “অনেক শিক্ষার্থী একত্রে ছিল। কে বা কারা করেছে সে বিষয়ে নিশ্চিত নই।”

পাথরঘাটা ওসি এসএম জিয়াউল হক জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই কলেজে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।