চাঁদাবাজি মামলায় জেএসএস নেতা গ্রেপ্তার

চাঁদাবাজি মামলায় বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বান্দরবান প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2016, 10:33 AM
Updated : 1 August 2016, 10:33 AM

গ্রেপ্তার উছোমং মারমা প্রকাশ উচমং মারমা সমিতির বান্দরবান জেলা সভাপতি।

সোমবার প্রথম প্রহরে অভিযানে চালিয়ে শহরের কালাঘাটা বড়–য়া টেক এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে বান্দরবান সদর থানার উপ-পরিদর্শক কৃষ্ণ দাস জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের মো. আবদুল করিমের দায়ের করা চাঁদাবাজির মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

“সোমবার সকালে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড চাওয়া হলে বিচারক তা না মঞ্জুর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।”

বান্দরবান থানার ওসি রফিক উল্লাহ জানান, গত ১৩জুন বান্দরবানে আওয়ামী লীগ নেতা মংপু মারমার অপহরণ মামলারও আসামি উছোমং। ওই মামলায় গত ২৭জুলাই উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন তিনি।