নারায়ণগঞ্জে বিদ্যুৎ উপকেন্দ্রে পুড়ল ট্রান্সফর্মার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় হরিপুর বিদ্যুৎকেন্দ্রের একটি গ্রিড উপকেন্দ্রে আগুন লেগে ট্রান্সফর্মার পুড়ে গেছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 July 2016, 05:48 AM
Updated : 31 July 2016, 06:48 AM

রোববার ভোরে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের ওই গ্রিড উপকেন্দ্রে আগুন লাগে বলে কেন্দ্রের নিরাপত্তা পরিদর্শক শামসুর রহমান জানান।

তিনি বলেন, হরিপুরে চারটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের জন্য দুটি গ্রিড উপকেন্দ্র রয়েছে।

“দুটি গ্রিড উপকেন্দ্রের ১০টি ট্রান্সফর্মারের মধ্যে একটি পুড়ে গেছে। তবে এতে বিদ্যুৎ সরবরাহে কোনো সমস্যা হচ্ছে না।”

এই দুটি উপকেন্দ্রের একটির মাধ্যমে ঢাকার পূর্বাচলে বিদ্যুৎ সরবরাহ করা হয় বলে তিনি জানান।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের পরিচালক মাসুদুর রহমান আখন্দ জানান, রাত ৩টা ৪০ মিনিটে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ঢাকা হেডকোয়ার্টার, আদমজী ও ডেমরা স্টেশনের সাতটি ইউনিট গিয়ে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।

“আগুনে টিআর-২ ট্রান্সফর্মারটি সম্পূর্ণ পুড়ে গেছে। যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লাগে বলে ধারণা করা হচ্ছে,” বলেন তিনি।

এ ঘটনায় কেউ হতাহত হননি বলেও তিনি জানান।

বন্দর উপজেলার হরিপুরে ১১০, ১০০, ৩৬০ ও ৪১২ মেগাওয়াট উৎপাদনক্ষমতার চারটি বিদ্যুৎকেন্দ্র এবং জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের জন্য দুটি গ্রিড উপকেন্দ্র রয়েছে।