কুমিল্লায় অভিযানে পিস্তলের সরঞ্জাম উদ্ধার, আটক ৩

কুমিল্লা সদরের একটি বাড়িতে অভিযান চালিয়ে দুটি পিস্তল তৈরির সরঞ্জামসহ তিনজনকে আটক করেছে র‌্যাব।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2016, 02:17 PM
Updated : 30 July 2016, 04:24 PM

আটকদের মধ্যে ছাত্রদলের স্থানীয় এক নেতা রয়েছেন।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে সদরের শুভপুরের ‘নয়ন ভিলা’ নামের  বাড়িতে অভিযান শুরু হয় বলে র‌্যাব-১১ এর কমান্ডার মুস্তাফা কায়জার জানান।

প্রায় আধা ঘণ্টার অভিযান শেষে তিনি সাংবাদিকদের বলেন, “বাড়ির ভেতরে অস্ত্র তৈরির সময় হাতেনাতে তিনজনকে আটক করা হয়। তাদের কাছে দুটি পিস্তল তৈরির সরঞ্জাম পাওয়া যায়।”

আটকরা হলেন- বাড়ির মালিকের ছেলে মাজিদুল হক রাজিব (৩৪), কোতোয়ালি থানা ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলাম রনি ওরফে ভাগিনা রণি (৩৭) ও শহিদুল ইসলাম।

এদের মধ্যে ছাত্রদল নেতা রনি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী বলে  কর্মকর্তারা জানিয়েছেন।

মুস্তাফা কায়জার বলেন, এই বাড়িতে অস্ত্র তৈরি হয় বলে তাদের কাছে খবর ছিল। অস্ত্র তৈরিতে রাজিবের জড়িত থাকার তথ্য পেয়ে এই অভিযান চালান তারা।

আটকদের জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।