তীব্র স্রোতে শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি চলাচল বিঘ্নিত

পদ্মায় প্রবল স্রোতের কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2016, 04:09 AM
Updated : 30 July 2016, 04:09 AM

শনিবার গাড়ির চাপ কম থাকলেও উভয় প্রান্তে পারাপারের অপেক্ষায় প্রায় দুই শতাধিক যান রয়েছে বলে জানান বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক শাহ নেওয়াজ খালেদ।

তিনি বলেন, পানি বেড়ে পদ্মা বিপদসীমার উপর দিয়ে বয়ে যাওয়ায় প্রবল স্রোতের সৃষ্টি  হয়েছে। ফলে এক সপ্তাহ ধরে ফেরি পারাপার ব্যাহত হচ্ছে।

“বহরে ১৭টি ফেরির মধ্যে ১৩টি ফেরি দিয়ে পারাপার চললেও লৌহজং টার্নিংয়ে তীব্র স্রোতের সঙ্গে লড়াই করে ওপাড়ে যেতে দেড়গুণের বেশি সময় লাগছে। ফলে যানবাহনগুলো পারাপারের জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে।

ফেরি টেনে নেওয়ার জন্য বিআইডব্লিউটিএর উচ্চ ক্ষমতার টাক বোর্ড ব্যবহার করা হচ্ছে এবং পারাপারে বাস ও ছোট যানকে প্রাধান্য দেওয়ায় পণ্যবাহী ট্রাকগুলো অপেক্ষায় থাকতে হচ্ছে বলে জানান তিনি।

শনিবার চারটি রো রো, চারটি কে-টাইপ, চারটি ডাম্প ও একটি মিডিয়াম ফেরি দিয়ে পারাপার চলছে বলে বিআইডব্লিউটিসির এ কর্মকর্তা জানান।