পুলিশের সঙ্গে মাদক বিক্রেতাদের গোলাগুলি, নিহত ১

যশোরে মাদক বিক্রেতাদের ‘গোলাগুলি ঠেকাতে’ পুলিশ গুলি করার পর ২৫ মামলার এক আসামির মৃত্যু হয়েছে; যার পরিচয় পুলিশ পরে জেনেছে বলে দাবি করছে।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2016, 06:48 AM
Updated : 29 July 2016, 06:48 AM

বৃহস্পতিবার রাত ১টার দিকে শহরতলির তরফ নওয়াপাড়ার একটি খেজুরবাগানে এ ঘটনা ঘটে বলে জানান কোতোয়ালি থানার ওসি মো. ইলিয়াস হোসেন।

নিহত আবু তালেব (৪৫) যশোর শহরের বারান্দী এলাকার বাসিন্দা।

ওসি ইলিয়াস বলছেন, রাত ১টার দিকে ওই খেজুরবাগানে দুই দল মাদক বিক্রেতার মধ্যে গোলাগুলির খবর পেয়ে পুলিশ অভিযান চালায়।

“মাদক বিক্রেতাদের হটিয়ে দিতে পুলিশ ১০ রাউন্ড গুলি ছোড়ে। পরে বাগান তল্লাশি করে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

ঘটনাস্থল থেকে পুলিশ একটি পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে বলে জানান কোতোয়ালি থানার এসআই রকিবুজ্জামান।

সকালে পরিবারের সদস্যরা হাসপাতালে গিয়ে লাশ শনাক্ত করেন।

পরে ওসি বলেন, তালেব দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা করে আসছিলেন। যশোর শহরে মাদক ব্যবসায়ী হিসেবে তালেব একনামে পরিচিত।

“মাদকের কারবার করায় একাধিকবার জেলও খেটেছেন তিনি। তার নামে থানায় মাদক, অস্ত্র ও হত্যাসহ ২৫টি মামলা রয়েছে।”

অপরদিকে তালেবের স্বজনরা অভিযোগ করছেন, তালেবকে পুলিশ আগেই ধরে নিয়ে যায়।

তালেবের খালাত ভাই আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার সকালে পুলিশ পরিচয় দেওয়া সাদা পোশাকধারী কয়েকজন তালেবকে তার বাড়ি থেকে ধরে নিয়ে যায়।

ওসি ইলিয়াস বলছেন, তালেবকে গ্রেপ্তার করা হয়নি। তাকে ধরে নিয়ে যাওয়ার ব্যাপারে পুলিশ কিছু জানে না।