নয় ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল শুরু

গাজীপুরের কাওরাইদ স্টেশন এলাকায় ইঞ্জিন লাইনচ্যুত হয়ে বন্ধ থাকার নয় ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল শুরু হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2016, 03:49 PM
Updated : 28 July 2016, 03:49 PM

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে লাইনচ্যুত ইঞ্জিনটি সরিয়ে নেওয়ার পর বৃহস্পতিবার রাত সোয়া ৮টা থেকে ট্রেন চলাচল শুরু হয় বলে জানান জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. সাইদুল ইসলাম।

এর আগে বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে ট্রেনটির ইঞ্জিন লাইনচ্যুত হলে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

স্টেশন মাস্টার সাইদুল বলেন, ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হলেও বগিগুলো লাইনেই থাকে। এ সময় ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে এবং বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন যাত্রাবিরতিও করে।

“পরে ঢাকা ও ময়মনসিংহ থেকে উদ্ধারকারী দল পৌঁছে ইঞ্জিনটি উদ্ধার করলে রাত সোয়া ৮টা থেকে ট্রেন চলাচল শুরু হয়।”

কাওরাইদ স্টেশনের মাস্টার মো. ইমদাদুল হক জানান, দুর্ঘটনার সময় ট্রেনটির কিছু অংশ ময়মনসিংহের গফরগাঁও ও গাজীপুরের শ্রীপুরের সঙ্গে সংযোগকারী সেতুর উপর এবং ইঞ্জিনসহ কিছু অংশ গাজীপুরের কাওরাইদ এলাকায় অবস্থান করে।

দুর্ঘটনা কবলিত ট্রেনের পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে পরিচ্ছন্ন কর্মীরা কাওরাইদ স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় কোনো সিগন্যাল ছাড়াই রেলপথে ট্রলি নিয়ে কাজ করছিলেন। ট্রেনটি সুতিয়া ব্রিজ পার হয়ে তাদের কাছাকাছি চলে আসলে তারা হঠাৎ ট্রেন থামার জন্য সিগন্যাল দেয়।

“এ সময় চালক ব্রেক কষলে ট্রলিটি ইঞ্জিনের নিচে গিয়ে আটকে যায় এবং ওই দুর্ঘটনা ঘটে।”