এমপি লিটনের বিরুদ্ধে অভিযোগ গঠন ২৮ সেপ্টেম্বর

শিশু শাহাদাত হোসেন সৌরভকে গুলি করার মামলায় গাইবান্ধার সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটনের বিরুদ্ধে আগামী ২৮ সেপ্টেম্বর অভিযোগ গঠনের দিন রেখেছে আদালত।

গাইবান্ধা প্রতিনিধি.বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2016, 02:39 PM
Updated : 20 Nov 2016, 01:54 PM

রাষ্ট্রপক্ষের আইনজীবী শাহীন গুলশান নাহার মুনমুন জানান, বৃহস্পতিবার মামলার নির্ধারিত দিনে গাইবান্ধার অতিরিক্ত জেলা দায়রা জজ মো. শরিফুল ইসলামের আদালতে হাজিরা দেন এমপি লিটন।

“পরে বিচারক আগামী ২৮ সেপ্টেম্বর মামলার অভিযোগ গঠনের দিন রাখেন।”

গত বছরের ২ অক্টোবর সুন্দরগঞ্জ উপজেলার গোপালচরণ গ্রামের শিশু শাহাদাত হোসেন সৌরভ গুলিবিদ্ধ হয়, যা সাংসদ লিটনের বন্দুক থেকে ছোড়া হয় বলে অভিযোগ।

পরদিন লিটনকে একমাত্র আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন সৌরভের বাবা সাজু মিয়া। ওই মামলায় গত বছরের ১৪ অক্টোবর রাতে রাজধানীর উত্তরার গ্রেপ্তার হন লিটন। পরদিন গাইবান্ধার মুখ্য বিচারিক হাকিম তাকে কারাগারে পাঠান। পরে গত ৮ নভেম্বর জামিনে মুক্তি পান তিনি।

চলতি বছরের ১ এপ্রিল এ মামলায় লিটনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।