মানিকগঞ্জে জঙ্গিবিরোধী অভিযান, আটক ৪

বগুড়া ও গাইবান্ধার পর মানিকগঞ্জে জঙ্গিবিরোধী অভিযানে চারজনকে আটক করেছে আইনশৃংখলা বাহিনী। তবে কোনো জঙ্গি আস্তানার খোঁজ পাওয়া যায়নি।

মানিকগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 July 2016, 07:45 AM
Updated : 26 July 2016, 07:45 AM

মঙ্গলবার ভোর থেকে দৌলতপুর উপজেলায় যমুনার চরাঞ্চলে এ অভিযান চলছে বলে জানান নেতৃত্বে থাকা মানিকগঞ্জের পুলিশ সুপার মাহফুজুর রহমান।

আটকরা হলেন-আবুল বাশার, ইসহাক আলী, শাহ আলম ও মাওলানা নজরুল ইসলাম। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

এর আগে গত ১৮ জুলাই বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় এবং ১৮-১৯ ও ২২ জুলাই গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় দুই দফায় অভিযান চালানো হয়। সেখানেও কোনো জঙ্গি আস্তানার খোঁজ মেলেনি।

এসপি মাহফুজুর রহমান সাংবাদিকদের বলেন, ভোর থেকে উপজেলার যমুনার চরের চারটি ইউনিয়ন বাগুটিয়া, বাঁচামরা, চরকাটারি ও জিয়নপুরে অভিযান শুরু হয়। এতে জেলা পুলিশ, আর্মড পুলিশ, গোয়েন্দা পুলিশ ও র‌্যাব অংশ নেয়। 

“অভিযানে কিছু জিহাদি বই ও কয়েকটি ছুরি উদ্ধার করা হলেও কোনো জঙ্গি আস্তানার খোঁজ মেলেনি।”

দেশব্যাপী জঙ্গি ও সন্ত্রাস বিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হচ্ছে বলে জানান তিনি।