শিশু সাগর হত্যা: কারখানা কর্মকর্তা ৭ দিনের রিমান্ডে

নারায়ণগঞ্জের রুপগঞ্জে শিশু শ্রমিক সাগর হত্যার ঘটনায় গ্রেপ্তার কারখানা ব্যবস্থাপক নাজমুল হুদাকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের হেফাজতে দিয়েছে আদালত।  

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2016, 01:04 PM
Updated : 25 July 2016, 01:16 PM

সোমবার বিকালে জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আশিক ইমাম এ আদেশ দেন।

রূপগঞ্জের যাত্রামুড়া এলাকায় জোবেদা টেক্সটাইলে রোববার দুপুরে মলদ্বারে বাতাস ঢুকিয়ে সাগর বর্মণ (১০) নামে এক শিশুকে হত্যা করা। এ ঘটনায় রাতেই কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল হুদাকে আটক করে।

এ নিয়ে কারখানার চার কর্মকর্তার বিরুদ্ধে একটি মামলাও করেছেন ওই শিশুর বাবা রতন বর্মণ।

এদিকে সোমবার দুপুরে কারখানাটিতে অভিযান চালিয়ে ২৭ শিশু শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, গ্রেপ্তার নাজমুল হুদাকে বিকালে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত বছরের ৪ অগাস্ট খুলনা নগরীর টুটপাড়া এলাকায় একটি মোটর গ্যারেজে মলদ্বারে পাইপের মাধ্যমে হাওয়া ঢুকিয়ে মো. রাকিব হাওলাদারকে হত্যা করা হয়। ওই ঘটনায় দুই জনের ফাঁসির রায় হয়েছে।