সাভারে আ. লীগ নেতার বাড়িতে হামলা, লুটপাট

ঢাকার সাভার উপজেলায় স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2016, 09:22 AM
Updated : 25 July 2016, 09:22 AM

রোববার গভীর রাতে বিরুলিয়া ইউনিয়নের সামাইর গাছিবাড়ি এলাকার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি সরোয়ার হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

সরোয়ার হোসেন এ ঘটনাকে ‘ডাকাতি’ বললেও পুলিশ বলছে পূর্বশত্রুতার কারণে হামলা।

সরোয়ার হোসেন বলেন, বাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙে একদল ‘ডাকাত’ ঘরে ঢুকে তাকে মারধর করে। এ সময় বাড়িতে তিনি একা ছিলেন।

“পরে অস্ত্রের মুখে জিম্মি করে আমার হাত-পা বেঁধে একটি কক্ষে আটকে রাখে। তারা আলমারি ভেঙে ৯ লাখ ৭৬ হাজার টাকা, সাড়ে আট ভরি স্বর্ণালংকার, চারটি ফ্যান ও মূল্যবান মালপত্র লুট করে।”

পরে তারা কয়েকরাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে গেলে তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে উদ্ধার করে বলে তিনি জানান।

বিরুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান সুজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডাকাতরা সরোয়ার হোসেনকে মারধর করে ঘরে আটকে রেখে সব মালপত্র নিয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি।”

সাভার মডেল থানার ওসি এসএম কামরুজ্জামান বলেন, এটা ডাকাতি নয়, পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।