আগরতলায় বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন

চার দিনের সীমান্ত সম্মেলনে যোগ দিতে বিজিবি একটি প্রতিনিধি দল ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় গেছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 July 2016, 08:57 AM
Updated : 24 July 2016, 08:57 AM

রোববার সকাল সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া চেকপোস্ট দিয়ে ২০ সদস্যের একটি উচ্চ পর্যায়ের এ দলটি ভারতে প্রবেশ করে।

রোববার শুরু হয়ে সম্মেলন আগামী বুধবার পর্যন্ত চলবে বলে জানান ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ১২-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহ্ আলী।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সীমান্ত সম্মেলনে দুই দেশের সীমান্ত পথে নারী, শিশু পাচার, মাদক ও অন্যান্য সামগ্রী চোরাচালানসহ সীমান্ত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে সম্মেলনে। এই সম্মেলনের মধ্যদিয়ে দুই দেশের সীমান্তে যৌথ টহল সহ নজরদারী বাড়ানো হবে।

বাংলাদেশের দক্ষিণ-পূর্ব আঞ্চলিক সদর দপ্তরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. হাবিবুল করিমের নেতৃত্বে প্রতিনিধি দলে বিজিবি সদর দপ্তরের স্টাফ অফিসার খন্দকার ফরিদ হাসান, উত্তর-পূর্ব আঞ্চলিক সদর দপ্তরের (সরাইল) কমান্ডার মো. খালেকুজ্জামান, শ্রীমঙ্গল সেক্টরের কমান্ডার জাকির হোসেন, রাঙামাটি সেক্টরের কমান্ডার মো. আশরাফুল ইসলাম, কুমিল্লা সেক্টরের কমান্ডার গাজী মো. আহসানুজ্জামান, ময়মনসিংহ সেক্টরের কমান্ডার মো. শাহরিয়ার রশীদ প্রমুখ কর্মকর্তারা রয়েছেন।

বিজিবির কর্মকর্তারা আখাউড়া-চেকপোস্টের শূন্যরেখায় পৌঁছলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পক্ষ থেকে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।