নরসিংদীতে ট্রলার ডুবে ৯ জনের মৃত্যু

নরসিংদীর আড়িয়াল খাঁ নদে ট্রলার ডুবে ছয়শিশুসহ নয় জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছে আরও ১০ জন।

নরসিংদী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2016, 07:08 AM
Updated : 23 July 2016, 11:50 AM

মৃতদের মধ্যে সাত জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন বেলাব উপজেলার দেওয়ানের চর গ্রামের আবদুল কুদ্দুছের ছেলে ইয়াছিন (৭) , কুদ্দুছের মা মাজেদার নেছা (৫০), রায়পুরা উপজেলার বারৈচা গ্রামের সুন্দর আলীর মেয়ে জেরিন (৬), একই গ্রামের মিলন মিয়ার মেয়ে মার্জিয়া (৪) , মা মালেকা খাতুন (৫০), রফিক মিয়ার ছেলে রাকিবুল (৮), আক্তারের ছেলে সম্রাট (৮)।

শনিবার রায়পুরা উপজেলার জংলী শিবপুর ব্রিজের নিচে আড়িয়াল খাঁ নদে ট্রলার ডুবির এ ঘটনা ঘটে বলে রায়পুরা থানার ওসি আজারুল ইসলাম জানান।

তিনি বলেন, বেলাব উপজেলার বারৈচা গ্রামের ইউপি সদস্য আবদুল হাইয়ের তত্ত্বাবধানে রায়পুরা উপজেলার জংলী শিবপুর বাজার ঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে ট্রলারটি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি গ্রামের গনি শাহর মাজারে যাচ্ছিল।

“অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে ট্রলারটি ডুবে যায়। যাত্রীদের চিৎকারে আশপাশের লোকজন দঁড়ি বেঁধে ট্রলারটি কিনারায় আনার পর অধিকাংশ যাত্রী সাঁতরিয়ে উঠলেও শিশুসহ নয়জনের লাশ পাওয়া যায়।”

অন্তত ১০ যাত্রী নিখোঁজ রয়েছেন বলে জানান তিনি।

নিখোঁজদের সন্ধানে ছয় সদস্যের ডুবুরি দল এবং ফায়ার সার্ভিস চেষ্টা চালাচ্ছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।