লঞ্চের কেবিনে কিশোরীকে গলা কেটে হত্যায় মামলা

রাজধানীর সদরঘাটে পটুয়াখালীগামী একটি লঞ্চের কেবিনে কিশোরীকে গলাকেটে হত্যার ঘটনায় মামলা হয়েছে।

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 July 2016, 10:41 AM
Updated : 21 July 2016, 10:44 AM

বৃহস্পতিবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই মো. আসাদুজ্জামান জানান, বুধবার রাতেই ওই কিশোরীর বাবা গেদা মিয়া বাদী হয়ে মামলাটি করেন।

ঘটনার পর আটক মো. আল মামুনকে (২১) একমাত্র আসামি করা হয়েছে। বরগুনার পাথরঘাটার হুমায়ুন কবীরের ছেলে মামুন সরকারি কবি নজরুল কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।

এসআই আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলার পর বৃহস্পতিবার সকালে মামুনকে আদালতে পাঠানো হয়েছে।

বুধবার বিকালে পটুয়াখালীগামী ঈগল-৩ লঞ্চের তৃতীয় তলার ৩০৮ নম্বর কেবিন থেকে পারুল আক্তারের (১৬) গলাকাটা লাশ উদ্ধার করা হয়।

পারুল দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর এলাকার মো. গেদা মিয়ার মেয়ে। লাশ উদ্ধারের পরপরই ঘটনায় জড়িত সন্দেহে মামুনকে আটক করে পুলিশে দেয় লঞ্চের কর্মচারীরা।