ব্রাহ্মণবাড়িয়ায় ঋষি পাড়ায় হামলা, আহত ১২

কোমল পানীয় কেনা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরে ঋষি পাড়ায় হামলা চালিয়েছে একদল যুবক।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 July 2016, 01:40 PM
Updated : 8 July 2016, 01:40 PM

শুক্রবার দুপুরে পৌর শহরের ভাদুঘর ঋষিপাড়ায় এ হামলা হয় বলে সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল করিম জানান।  

আহতদের মধ্যে ১০ জনকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এরা হলেন- বিনোদ ঋষি (৪৮), রবি ঋষি (২৫), পরিমল ঋষি (১৮), মনিরাম ঋষি (৫৫), প্রীদপ ঋষি (৪২), কমলা ঋষি (৩৮), শিউলি ঋষি (২৫), হরলাল ঋষি (৪৫), রূপসী ঋষি (৫০) ও সুজাতা ঋষি (২৫)।

স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১২টার দিকে ভাদুঘর গ্রামের এলমেপাড়ার ৭/৮ জন যুবক ঋষিপাড়ার ‘পরিমল স্টোর’ নামে একটি মুদি দোকানে কোমল পানীয় কিনতে যান।

টাকা না দিয়ে কোমল পানীয় নিয়ে চলে যেতে চাইলে পরিমল টাকা চান। এতে ক্ষিপ্ত হয়ে ওই যুবকরা দোকানি পরিমলকে মারধর করে। খবর পেয়ে ঋষিপাড়ার লোকজন এগিয়ে গেরে যুবকরা তাদেরকেও মারধর করে বলে অভিযোগ করেন তারা।

তারা আরও বলেন, এক পর্যায়ে এলমেপাড়ার ১০/১৫ জনের আরেকটি দল দেশি অস্ত্রশস্ত্র নিয়ে ঋষিপাড়ার পরিবারগুলোর উপর হামলা চালায়। তারা অন্তত পাঁটি ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট করে।

সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।