উজানের ঢলে বান্দরবানে নিম্নাঞ্চল প্লাবিত

তিন দিনের টানা বৃষ্টি ও উজানের ঢলে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বেড়ে বান্দরবান সদর উপজেলার কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে।

বান্দরবান প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 July 2016, 11:47 AM
Updated : 5 July 2016, 11:47 AM

এছাড়া বালাঘাটার পুলপাড়ায় একটি বেইলি ব্রিজ পানিতে তলিয়ে যাওয়ায় মঙ্গলবার সকাল থেকে বান্দরবান- রাঙ্গামাটি সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বিডিনিউজ টোয়োন্টিন্টফোর ডটকমকে বলেন, সাংগু নদীর পানি বিভিন্ন ঝিরি ও ছড়া দিয়ে ঢুকে সদরের আর্মিপাড়া, ইসলামপুর, অফিসার্স ক্লাব,বনানী ‘স’ মিল এলাকা, শেরেবাংলা নগর,  মধ্যম পাড়া, উজানী পাড়াসহ নদীর তীরবর্তী কয়েকটি নিচু এলাকা প্লাবিত হয়েছে।

এসব এলাকায় বসবাসরত পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। বন্যা কবলিত পরিবারের জন্য জেলা প্রশাসনের কাছে পর্যাপ্ত পরিমাণে জরুরি ত্রাণ সামগ্রী মজুত রয়েছে বলে জানান তিনি।

এদিকে ভারী বর্ষণে রুমা-বান্দরবান সড়কে লংথাং খুমী পাড়া এলাকাসহ কয়েকটি স্থানে পাহাড় ধসে সকাল থেকে বান্দরবানের সঙ্গে রুমা উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে বলে রুমা স্টেশনের লাইনম্যান লুপ্রু মারমা জানান।

তিনি বলেন, টানা ভারী বর্ষণের কারণে বান্দরবান সদরসহ বিভিন্ন উপজেলায় ঝুঁকিপূর্ণ এলাকায় পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। ঝুঁকিপূর্ণ স্থানগুলো থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরে যেতে শহরে প্রশাসন এবং পৌরসভার পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।