পাটুরিয়ায় যানবাহনের দীর্ঘ সারি, ঈদযাত্রায় দুর্ভোগ

ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে প্রশাসনের বিভিন্ন উদ্যোগের মধ্যেও অতিরিক্ত গাড়ির চাপে প্রতিবছরের চেনা জটে আটকেছে পাটুরিয়া ফেরি ঘাট।

মানিকগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2016, 11:31 AM
Updated : 1 July 2016, 11:31 AM

শুক্রবার সকাল থেকে পাটুরিয়া ফেরি সংযোগ সড়কে ট্রাক, বাসসহ ছোট-বড়সহ বিভিন্ন ধরনের যানবাহন আটকা পড়েছে। প্রচণ্ড গরমে যাত্রীদের সীমাহীন দুর্ভোগে পড়তে হয়।

পরিস্থিতি স্বাভাবিক করতে দুপুর ১২টার পর পাটুরিয়া ঘাট দিয়ে ফেরিতে ট্রাক পারাপার সাময়িক বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক শেখ মুহাম্মদ নাসিম বিকালে বলেন, বৃহস্পতিবার সব মিলিয়ে ১৭টি ফেরি দিয়ে সাড়ে পাঁচ হাজার যানবাহন পাটুরিয়া ঘাট দিয়ে পার হয়েছে। সকালে যানবাহনের চাপ কিছুটা বেড়েছে।

“দুপুর দেড়টার দিকে তা বেড়ে পাটুরিয়া ফেরি সংযোগ সড়কে তিন কিলোমিটার দীর্ঘ হয়েছে। যাত্রীদের ভোগান্তি কমাতে সাময়িকভাবে ফেরি ট্রাক পারাপার বন্ধ রাখা হয়েছে।”

বাসের চাপ কমে এলে আবার ট্রাক পার করা হবে বলে জানান তিনি।

এদিকে সরেজমিনে গিয়ে দেখা গেছে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া অংশে দীর্ঘ বাসের লাইন। যানজটের কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী।   

পাটুরিয়া ঘাটের টিকিট কাউন্টারের সামনে ঢাকা থেকে সাতক্ষীরাগামী এ কে ট্রাভেলসের যাত্রী মো. শহীদুল ইসলাম বলেন, “প্রায় একঘণ্টা ধরে বাস এখানে আটকে আছে। প্রচণ্ড গরমে যাত্রীদের কষ্ট হচ্ছে।”

এদিকে যানজট নিরসন ও যাত্রীদের নিরাপত্তায় বিআইডব্লিউটিসির পক্ষ থেকে বিভিন্ন উদ্যেগ নেওয়া হয়েছে। 

বিআইডব্লিউটিসি কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাটুরিয়া ঘাটের অদূরে পাটুরিয়া-উথলী সংযোগ সড়কের আরসিএলের মোড় থেকে ছোট যানবাহন বাইপাস সড়কে ৫ নম্বর ঘাট দিয়ে ফেরি পারাপার করতে পারবে।

ঈদের তিন দিন আগে ও তিন দিন পরে নৌরুটে ফেরিতে পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ রাখার পাশাপাশি যানবাহন চালক-হেলপার ও যাত্রীদের স্বাস্থ্য সেবায় মেডিকেল টিমেরও ব্যবস্থা থাকবে বলে জানান তিনি।

এছাড়া আইন ভঙ্গকারীদের তাৎক্ষণিক বিচারে ভ্রাম্যমাণ আদালত, পুলিশের সাহায্যের জন্য কট্রোল রুম রাখা হয়েছে বলেও তিনি জানান।