বেতন-বোনাসের দাবিতে সাভারে শ্রমিক বিক্ষোভ

বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে সাভারের একটি পোশাক কারখানায় বিক্ষোভ দেখিয়েছে শ্রমিকরা।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 June 2016, 06:37 AM
Updated : 30 June 2016, 06:55 AM

শিল্প পুলিশের এএসআই মুকুল মোহন কুণ্ড জানান, বৃহস্পতিবার সকালে ডগরমোড়া এলাকার জালাল আহমেদ নিট কম্পোজিট লিমিটেড কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে।

তিনি বলেন, বিল বকেয়া থাকায় কিছুদিন আগে কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এতে উৎপাদন বন্ধ থাকায় শ্রমিকদের বকেয়া পরিশোধ করতে পারেনি কর্তৃপক্ষ।

এই প্রেক্ষাপটে সকালে মে-জুন মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে দুই শতাধিক শ্রমিক কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করে।

এক পর্যায়ে তারা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয় বলে এএসআই মুকুল জানান।

ঈদের আগে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে শ্রমিক বিক্ষোভের খবর প্রতিবছরই সংবাদ শিরোনামে আসে। এ কারণে সরকারের পক্ষ থেকে মালিকদের সঙ্গে বৈঠক করে কিছু নির্দেশনা বেঁধে দেওয়া হচ্ছে গত কয়েক বছর ধরে।

এবারও ২৭ জুনের মধ্যে পোশাক কারখানার শ্রমিকদের ঈদ বোনাস দিতে মালিকদের অনুরোধ জানানো হয়েছিল সরকারের পক্ষ থেকে। সেই সঙ্গে রোজার ঈদের আগেই শ্রমিকদের জুন মাসের বেতন পরিশোধ করতে বলা হয়েছে।

শিল্প পুলিশ জালাল আহমেদ নিট কম্পোজিট লিমিটেডে উৎপাদন বন্ধ থাকার কথা বললেও বেতন-ভাতা পরিশোধ না করার বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি।