প্রতিবন্ধী কিশোরীকে কুপিয়ে হত্যা

বরগুনা সদরে জমি নিয়ে বিরোধের জেরে বাক প্রতিবন্ধী এক কিশোরীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। 

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2016, 01:14 PM
Updated : 29 June 2016, 01:14 PM

বুধবার সকালে সদর উপজেলার নলটোনা ইউনিয়নের নিশানবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে বরগুনা সদর থানার ওসি মো. রিয়াজ হোসেন জানান।

নিহত শিরিন আক্তার (১৭) ওই এলাকার বাসিন্দা।

নলটোনা ইউনিয়ন পরিষদের সদস্য আবু হানিফ বলেন, বাড়ির জমি নিয়ে শিরিনের পরিবার ও তাদের আত্মীয় আবদুস সত্তার মাস্টারের মধ্যে বিরোধ চলছিল। সকালে সত্তার এবং তার দুই ভাতিজা কাওসার ও সিদ্দিকের সঙ্গে শিরিনের মা সালেহা বেগমের কথা কাটাকাটি হয়।

“এ নিয়ে সালেহা ইউনিয়ন পরিষদে গিয়ে লিখিত অভিযোগ করেন। বাড়ি ফেরার পর দুপক্ষ ঝগড়ার এক পর্যায়ে সংঘর্ষে জড়ায়।  এ সময় সত্তার, কাওসার ও সিদ্দিক দা দিয়ে শিরিনকে কুপিয়ে হত্যা করে বলে সালেহা জানিয়েছে।”

তবে অভিযোগ অস্বীকার করে সত্তার মোবাইল ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,“সালেহা নিজেই তার মেয়েকে হত্যা আমাকে ফাঁসানোর চেষ্টা করছে।”

ওসি জানান, ঘটনার পর থেকে সত্তার, কাওসার ও সিদ্দিক পলাতক রয়েছেন। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে।