বঙ্গোপসাগরে সাত জেলেকে অপহরণ

বরগুনার দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগর থেকে একটি মাছধরা ট্রলারসহ সাত জেলেকে অপহরণ করেছে সুন্দরবনের দুই ‘জলদস্যু’ বাহিনী।

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2016, 11:22 AM
Updated : 29 June 2016, 11:22 AM

কোস্টগার্ডের পশ্চিম জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট ফরিদুজ্জামান বলেন, বুধবার ভোরে পাথরঘাটা উপজেলার দক্ষিণ-পশ্চিমের সুন্দরবন সংলগ্ন এলাকা থেকে তাদের অপহরণ করা হয়।

এরা হলেন- বেল্লাল হোসেন, মো. জাফর মিয়া, বাদল কবিরাজ, সিরাজ, ফজলু মিয়া, শাহজাহান ও ইদ্রিস। তাদের বাড়ি পাথরঘাটার পদ্মা ও জ্ঞানপাড়া গ্রামে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরের দিকে বঙ্গোপসাগরের নারিকেলবাড়িয়া ও দুধমুখি খাল পয়েন্টে ১২ থেকে ১৫টি ট্রলারে করে জেলেরা মাছ ধরার অপেক্ষা করছিলেন।

“এ সময় সুন্দরবনের ‘জিরো’ ও ‘শান্ত’ বাহিনী তাদের ট্রলারে হামলা চালিয়ে লুটপাট করে। পরে এফবি মনোয়ারা নামের একটি ট্রলারে করে মাঝিদের অপহরণ করে নিয়ে যায়।”

গোলাম মোস্তফা বলেন, অপহরণের পর জিরো বাহিনী ০১৫৩২৪৩২১৭৭ নম্বর থেকে ট্রলার মালিকদের মোবাইলে ফোন করে প্রত্যেক জেলের পরিবারের কাছে ৫০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করেছে।

জেলেদের উদ্ধারে সুপতি, কোকিল মনি ও দুবলার চরের তিনটি ক্যাম্প থেকে অভিযান শুরু হয়েছে বলে কোস্টগার্ড কর্মকর্তা ফরিদুজ্জামান জানান।