আড়াইহাজারে বালু উত্তোলন নিয়ে গোলাগুলিতে আহত ২৫ 

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বালু উত্তোলনকে কেন্দ্র করে ‘সন্ত্রাসীদের’ গোলাগুলিতে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 June 2016, 02:12 PM
Updated : 27 June 2016, 02:12 PM

সোমবার সকালে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের কদমীরচরে এ ঘটনা ঘটে বলে আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন জানান।

আহত হালিম, আক্তার, আব্দুর সাত্তার, জয়নাল, দাউদ, মনির ও আলমসহ অন্যদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

ওসি সাখাওয়াত বলেন, “সকালে কদমীরচরে মেঘনা নদীতে ড্রেজার বসিয়ে  সন্ত্রাসী জয়নাল তার লোকজন বালু উত্তোলন করতে থাকে। এ খবরে আরেক সন্ত্রাসী আবদুস সাত্তার অস্ত্রশস্ত্রসহ শতাধিক লোক নিয়ে ড্রেজারটি দখলের চেষ্টা করে। এ নিয়ে দুপক্ষের গোলাগুলিতে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়।”

পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের হাসপাতালে নিয়ে যায় বলে জানান তিনি।

সংঘর্ষের ঘটনায় সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি বলে কালাপাহাড়িয়া পুলিশ ফাঁড়ির এএসআই আবু হান্নান জানান।