কালিহাতীর ১০ দোকান ভস্মীভূত

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পালিমা বাজারের ১০টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 June 2016, 04:53 AM
Updated : 27 June 2016, 05:31 AM

সোমবার ভোরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে বলে জানান কালিহাতী থানার ওসি খন্দকার আখেরুজ্জামান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মানিকের ইলেকট্রনিকসের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে আশপাশের নয়টি দোকানে ছড়িয়ে পড়ে।

“খবর পেয়ে ভূঁঞাপুর ও টাঙ্গাইল ফায়ার সার্ভিস ইউনিট এসে স্থানীয় লোকজনের সহায়তায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। ততক্ষণে ১০ দোকানের সব মালপত্র পুড়ে যায়।”

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন মানিক মিয়া, শবদুল মিয়া, আব্দুর রহমান, সিরাজ আলী, হাকিম মিয়া, রকিবুল ইসলাম, ইউসুফ আলী, নির্মল চন্দ্র, আব্দুল জব্বার ও আলাউদ্দিন।

ক্ষতিগ্রস্তদের মধ্যে ইলেকট্রনিকস, ক্রোকারিজ ও জুয়েলারি দোকান রয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে সকালে কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রত্যেককে ১০ হাজার টাকা অনুদান ও প্রয়োজনীয় টিন দেওয়ার ঘোষণা দিয়েছেন।

এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাসার উদ্দিন ও কালিহাতী থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।