ধামরাইয়ে গুলি করে টাকা ছিনতাই

ঢাকার ধামরাইয়ে একটি সিএনজি ফিলিং স্টেশনের ব্যবস্থাপককে গুলি করে সাড়ে তিন লাখ টাকা ছিনিয়ে নিয়েছে অজ্ঞাত বন্দুকধারীরা।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 June 2016, 10:13 AM
Updated : 26 June 2016, 10:13 AM

রোববার ধামরাইয়ের যাত্রাবাড়ি এলাকায় আব্দুস সোবাহান মডেল স্কুলের সামনে এ ঘটনা ঘটে বলে পাল সিএনজি ফিলিং স্টেশনের প্রকৌশলী নাজির হোসেন জানান।

গুলিবিদ্ধ আবুল হোসেনকে (৩৫) সাভার এনাম মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রকৌশলী নাজির বলেন, “আমি ও স্টেশনের ব্যবস্থাপক আবুল হোসেন বেলা আনুমানিক সাড়ে ১২টার দিকে ঢুলিভিটা দিয়ে একটি অটোরিকশায় করে ধামরাই বাজারে আইএফআইসি ব্যাংকে সাড়ে তিন লাখ টাকা জমা দেওয়ার জন্য যাচ্ছিলাম।

“আমাদের অটোরিকশা আব্দুস সোবাহান মডেল স্কুলের সামনে পৌঁছালে দুটি মোটরসাইকেলে আসা ছয় যুবক রাস্তায় ব্যারিকেড দেয়। তারা আবুল হোসেনের কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন।”

এ সময় আবুল হোসেনের ডান পায়ের ঊরুতে একটি গুলি করে টাকার ব্যাগ নিয়ে আরও কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে তারা পালিয়ে যায় বলে প্রকৌশলী নাজির জানান।

ধামরাই থানার ওসি রিজাউল হক বলেন, “গুলি করে টাকা ছিনতাইয়ের ঘটনা শুনেছি। লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।”