মাগুরায় আধিপত্যের সংঘর্ষে নিহত ১, আহত ১৫

মাগুরার শ্রীপুর উপজেলায় আধিপত্য বিস্তারের বিরোধে দুপক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন; আহত হন অন্তত ১৫ জন।

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 June 2016, 05:52 AM
Updated : 26 June 2016, 07:44 AM

রাজাপুর চরপাড়া গ্রামে রোববার সকালে এ সংঘর্ষ চলাকালে ১০টি বাড়ি ভাংচুর হয়েছে। পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

নিহত রিয়াবুল শেখ (৩৫) চরপাড়া গ্রামের বাসিন্দা।

আহতদের মধ্যে কিতাব (৭০), হাসান (৩৫), সাইফুল (৫০) ও সহিদ মন্ডলকে (৪০) মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

শ্রীপুর থানার ওসি রেজাউল ইসলাম জানান, আমলসার ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চাদ আলী শেখ ও সদস্য শফি মোল্লার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে রাজাপুর চরপাড়া গ্রামে অধিপত্য বিস্তারের বিরোধ চলে আসছে।

“এর জেরে শনিবার রাতে দুপক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ হয়। রোববার সকালে ঢাল-সড়কি ও লাঠিসোটা নিয়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

“সংঘর্ষের সময় প্রতিপক্ষের সড়কির আঘাতে ঘটনাস্থলেই শফি মোল্লার সমর্থক রিয়াবুল শেখ নিহত হন।”

ওসি বলেন, উভয়পক্ষের ১০টি বাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে ১৩-১৪ রাউন্ড ফাকা গুলি বর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে। কাউকে গ্রেপ্তার করা য়ায়নি বলে জানান ওসি।