আ. লীগ নেতাকে উদ্ধারের দাবিতে বান্দরবানে অবরোধ

‘নিখোঁজ’ আওয়ামী লীগ নেতা মংপু মারমার মুক্তির দাবিতে অনির্দিষ্টকালের সড়ক ও নৌপথ অবরোধ চলছে বান্দরবানে।

বান্দরবান প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 June 2016, 05:51 AM
Updated : 15 June 2016, 12:06 PM

সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মংপু মারমা সোমবার রাতে রাজবিলা ইউনিয়নের জামছড়িমুখ পাড়া থেকে অপহৃত হন বলে স্বজন ও এলাকাবাসী অভিযোগ করেছিল।

বুধবার সকাল থেকে অবরোধের ডাক দেয় জেলা আওয়ামী লীগ। দলের সভাপতি ক্যশৈহ্লা শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে মঙ্গলবার এক সমাবেশে এ ঘোষণা দেন।

সরজমিনে দেখা গেছে, শহরের বিভিন্ন স্থানে অবরোধের সমর্থনে পিকেটিং করছে দলের নেতা-কর্মীরা। শহরে কোনো ধরনের যান চলতে দেখা যাযনি। দূরপাল্লার বাস ছাড়েনি। জেলা শহর থেকে উপজেলা শহরে যোগাযোগের রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। সাংগু নদী ও মাতামুহুরীসহ সব নৌপথও বন্ধ রয়েছে। ফাঁকা রয়েছে শহরের প্রধান বাণিজ্যিক এলাকাগুলো।

সদর থানার ওসি রফিক উল্লাহ বলেন, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ঘটনায় জড়িত সন্দেহে মঙ্গলবার রাতে জনসংহতি সমিতির জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক উচসিং মারমাকে পুলিশ আটক করেছে বলে তিনি জানান।

এর আগে সোমবার ওসি মো. রফিক উল্লাহ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

তবে মংপুকে উদ্ধারে পুলিশের অভিযান চালানোর কথা বলেছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান।