রাঙামাটিতে পুনর্নির্বাচনের দাবিতে অবরোধ

ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাঙামাটির একটি কেন্দ্রের ফল স্থগিতসহ পুনর্নির্বাচনের দাবিতে পুরো জেলায় শুরু হয়েছে ৩৬ ঘণ্টার অবরোধ কর্মসূচি।

রাঙামাটি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 June 2016, 06:55 AM
Updated : 13 June 2016, 08:41 AM

সোমবার সকালে এ কর্মসূচি শুরু হয়।

গত ৪ জুন ভোটের সময় বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের ছোট হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে দিলীপ কুমার চাকমার এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগে এই কর্মসূচি দেওয়া হয়।

শহরের জিমনেসিয়াম চত্বরে বৃহস্পতিবার এক গণসমাবেশে এই ঘোষণা দেন সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) নেতারা।

সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক নিলোৎপল খীসা বলেন, ছোট হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে আওয়ামী লীগের ক্যাডাররা জেএসএসের প্রার্থী দিলীপ কুমার চাকমার এজেন্টকে বের করে দেয় এবং তাদের মারধর করে।

পরে ওই ইউনিয়নে জালভোট দিয়ে মামুনুর রশিদকে বিজয়ী ঘোষণা করা হয় বলে সমিতির অভিযোগ।

“ওই কেন্দ্রের ফল স্থগিতসহ পুনর্নির্বাচনের দাবিতে পুরো জেলায় ৩৬ ঘণ্টার সড়ক ও নৌপথ অবরোধ ডাকা হয়েছে।”

সরজমিনে ঘুরে সকালে শহরের বিভিন্ন মোড়ে অবরোধকারীদের পিকেটিং করতে গেছে। সড়ক ও নৌপথে যান চলতে দেখা যায়নি। শহর থেকে কোনো যাত্রবাহী লঞ্চ অন্য উপজেলার উদ্দেশে ছেড়ে যায়নি।

অবরোধ উপলক্ষে শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

কোতোয়ালি থানার ওসি আব্দুল রশিদ বলেন, শান্তিপূর্ণভাবে অবরোধ চলছে। কোথাও থেকে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

অপরদিকে বরকল উপজেলায় নির্বাচনের দিন থেকে একই রকম অবরোধ চলছে বলে জেএসএসের উপজেলা শাখার সাধারণ সম্পাদক উৎপল চাকমা জানিয়েছেন।