মানিকগঞ্জে ট্রাক মালিককে পিটিয়ে হত্যা

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় এক ট্রাক মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে চালক ও তার সহকারীর বিরুদ্ধে।

মানিকগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 June 2016, 11:24 AM
Updated : 7 June 2016, 11:24 AM

নিহত আবদুল মজিদ (৫৫) ঢাকার আশুলিয়ার খেরুয়া এলাকার মৃত আশরাফ আলীর ছেলে। তিনি পরিবহন ব্যবসায়ী।

মঙ্গলবার ভোরে উপজেলার উথলী বাসস্ট্যান্ড থেকে তাকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয় বলে জানান শিবালয় থানার ওসি রকিবুজ্জামান।

তিনি বলেন, ওই ব্যক্তির মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

মজিদের ছেলে রাজিব হোসেন জানান, সোমবার রাত ১০টার দিকে সাভার থেকে বৈদ্যুতিক ট্রান্সমিটার নিয়ে চালক জহির উদ্দিন ও সহকারী গোপালগঞ্জের দিকে রওনা হয়। এ সময় তার বাবাও ট্রাকে ছিলেন।

“রাত আড়াইটার দিকে ট্রাক চালক জহির ফোন করে বলে, ‘বাবার সঙ্গে তার ঝগড়া হয়েছে। তার অবস্থা ভালনা। উথলী বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকের ভেতরে তিনি আছেন’।”

রাজিব বলেন, ভোর সাড়ে ৪টার দিকে তারা উথলী বাসস্ট্যান্ডে ট্রাকের ভেতরে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় বাবাকে পেয়ে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সম্প্রতি ট্রাকের ভাড়া নিয়ে ট্রাকের চালকের সঙ্গে মারামারি জেরে তার বাবাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।