পাবনায় নির্বাচনী সহিংসতায় আহত একজনের মৃত্যু

নির্বাচনী সহিংসতায় পাবনার ঈশ্বরদী উপজেলায় আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 June 2016, 03:22 AM
Updated : 5 June 2016, 03:23 AM

উপজেলার শাহাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সিরাজুল ইসলাম কালু (৪০) শনিবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান বলে জানান ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাস।

নিহত কালু বাবুলচরা গ্রামের গেদু শেখের ছেলে ছিলেন।

কালুর বড় ভাই শাহজাহান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২৮ মে পঞ্চম ধাপের নির্বাচনে আওয়ামী লীগ নেতা হাশেম মেম্বর ও অপর আওয়ামী লীগ নেতা মিন্টু মেম্বর গ্রুপের মধ্যে বাবুলচরা উচ্চবিদ্যালয় কেন্দ্র দখল নিয়ে সংঘর্ষ বাধে।

“সে সময় সিরাজুল ইসলাম কালুসহ বেশ কজন আহত হয়। আহতদের মধ্যে কালুর অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়।”

ওসি বিমান কুমার বলেন, মৃত্যুর পর তাকে ঈশ্বরদীর বাড়িতে আনা হচ্ছে। মৃত্যুর ঘটনায় এখনও কোনো মামলা না হলেও সংঘর্ষের ঘটনায় হয়েছিল বলে তিনি জানান।