ঢাকা-আরিচা মহাসড়ক চার লেন হবে: সেতুমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়ক সাভারের নবীনগর থেকে পাটুরিয়া পর্যন্ত চার লেনে উন্নীত করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মানিকগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 June 2016, 11:36 AM
Updated : 3 June 2016, 11:36 AM

শুক্রবার দুপুরে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নবনির্মিত বাংলো ‘পদ্মা যমুনা’ উদ্বোধনকালে তিনি সাংবাদিকদের একথা বলেন।

আগামী সেপ্টেম্বর মাসে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এর সম্ভাব্যতা যাচাই করবে বলে জানান তিনি।

ওই সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন স্থানীয় সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের সচিব এম এ এন সিদ্দিক, সওজের প্রধান নির্বাহী প্রকৌশলী ইবনে আলম হাসান, জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, পুলিশ সুপার মাহফুজুর রহমান, জেলা পরিষদের প্রশাসক গোলাম মহীউদ্দিন প্রমুখ।

৯৬ শতাংশ জমির উপর বাংলোটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় চার কোটি টাকা। দ্বিতল ভবনবিশিষ্ট বাংলোর নিচ তলায় একটি অতিথি কক্ষ, দুটি ডাইনিং কক্ষ, একটি লাউঞ্জ রয়েছে। এছাড়া দ্বিতীয় তলায় রয়েছে দুটি ভিআইপি কক্ষ, দুটি অতিথি কক্ষ ও একটি লাউঞ্জ।