বরিশালে কথিত বন্দুকযুদ্ধে ‘ডাকাত’ নিহত

বরিশালের মুলাদী উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে পুলিশের গুলিতে ডাকাতি মামলার এক আসামির মৃত্যু হয়েছে, যিনি একদিন আগে ঢাকায় র্যা বের হাতে আটক হন।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 June 2016, 03:27 AM
Updated : 1 June 2016, 04:50 AM

নিহত সলিম হাওলাদার উপজেলার বালিয়াতলি গ্রামের হাবিবুর রহমান হাওলাদারের ছেলে। বুধবার ভোরে ওই গ্রামেই গোলাগুলির এ ঘটনা ঘটে বলে পুলিশের ভাষ্য। 

মুলাদি থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির বলেন, সলিমের বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় ডজনখানেক মামলা রয়েছে।

“সর্বশেষ গত ২৭ এপ্রিল মুলাদিতে রিপন নামে এক ব্যক্তিকে সবার সামনে পিটিয়ে হত্যা করা হয়। ওই ঘটনাতেও সলিম হাওলাদার জড়িত বলে অভিযোগ রয়েছে।”

পরিদর্শক হুমায়ুন জানান, পলাতক সলিম সোমবার ঢাকার কেরানীগঞ্জে র‌্যাবের হাতে আটক হন। পরে তাকে মুলাদিতে নিয়ে আসা হয়। মঙ্গলবার রাত ৩টার দিকে সলিমকে নিয়ে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ।

“বালিয়াতলি গ্রামে গেলে তার সঙ্গীরা পুলিশের দিকে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে সলিম ঘটনাস্থলেই মারা যায়।”

পুলিশ ঘটনাস্থল থেকে দুটি পাইপগান, পাঁচটি গুলি ও দুটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে পরিদর্শক হুমায়ুন জানান।

তিনি বলছেন, বন্দুকযুদ্ধের সময় এসআই কমল চন্দ্র দে, এসআই ফারুক হাওলাদার ও কনস্টেবল পারভেজ আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।