আসামি গ্রেপ্তারের প্রতিবাদে কক্সবাজারে সড়ক অবরোধ

আসামি গ্রেপ্তারের প্রতিবাদে কক্সবাজারের উখিয়ায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করেছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা। 

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 May 2016, 06:03 PM
Updated : 31 May 2016, 06:03 PM

উখিয়া থানা পুলিশের ওসি মো. হাবিবুর রহমান জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার পালংখালী এলাকায় কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ করেন ওই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আলী আহমদের সমর্থকরা।

এ সময় ওই সড়কে তীব্র যানজট হলেও রাত ১১টার দিকে অতিরিক্ত পুলিশ এসে তাদের রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক হয়।

ওসি হাবিবুর বলেন, গত ২৯ মে পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের অফিস ভাংচুরের অভিযোগে একটি মামলা করেন দলটির ৯ নং ওয়ার্ডের সভাপতি জাহাঙ্গীর আলম।

এ মামলার আসামি মোহাম্মদ ইব্রাহিমকে (৪৫) রাতে গ্রেপ্তার করে পুলিশ।এতে ক্ষুদ্ধ হয়ে রাতে তারা কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ করে বলে জানান তিনি।

গ্রেপ্তার মোহাম্মদ ইব্রাহিম  পালংখালী ইউনিয়নের নলবুনিয়া এলাকার আহমদ উল্লাহর ছেলে এবং নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী আহমদের বড় ভাই।