কুমিল্লায় কাবুল হত্যায় ১৪ জনের যাবজ্জীবন

কুমিল্লায় ১৭ বছর আগের এক হত্যা মামলায় ১৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2016, 02:17 PM
Updated : 30 May 2016, 03:27 PM

সোমবার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ এম আলী আহাম্মদ এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন, কুমিল্লার সদর দক্ষিণ জগপুর গ্রামের আলী আশরাফ, নজির আহম্মদ, সিরাজুল ইসলাম (শিশু মিয়া) ও আব্দুর রাজ্জাক, রাজা মিয়া, রফিক মিয়া, মোহাম্মদ আলী, মোহন মিয়া, দৌলত আহম্মদ, জয়নগর গুচ্ছ গ্রামের আ. করিম ওরফে আ. খালেক, কোতোয়ালির বারপাড়ার বাহার মিয়া, চৌদ্দগ্রামের শামুকসার গ্রামের আবুল বাসার ও প্রতাবপুর গ্রামের সফিকুর রহমান (সফিক)।

আসামিদের মধ্যে নজির আহম্মদ, আ. খালেক ও বাহার মিয়া পলাতক রয়েছেন।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় এক আসামিকে খালাস এবং মামলা চলার সময় মৃত্যু হওয়ায় পাঁচ আসামিকে অব্যাহতি দিয়েছে আদালত।

মামলার নথি থেকে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে ১৯৯৯ সালের ২১ মার্চ ভোরে সদর দক্ষিণ উপজেলার লালবাগ এলাকায় মতিউর রহমান কাবুলকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী চোখ উপড়ে কাবুলকে হত্যা করে লাশ রাস্তার পাশে ফেলে রাখে আসামিরা। এ ঘটনায় কাবুলের বাবা নজির আহমেদ বাদী হয়ে ২০ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

পরে ২০০০ সালের ১১ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আসাদুজ্জামান আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোপত্র দেন।