গাজীপুরে দুর্ঘটনায় নিহত ২, অগ্নিসংযোগ-অবরোধ

গাজীপুরের চন্দ্রা-নবীনগর সড়কে বাস ও ট্রাকের সংঘর্ষে নারীসহ দুইজন নিহত হয়েছেন; আহত হন অন্তত নয় জন।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2016, 06:13 AM
Updated : 30 May 2016, 06:46 AM

সোমবার সকালে চক্রবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ক্যাম্পের এসআই মো. হারুন অর রশিদ জানান।

নিহত নারীর বয়স ৪০ ও যুবকের বয়স ৩৫ এর মতো। হতাতদের পরিচয় জানা যায়নি।

আহতদের সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা একটি বাসে আগুন দেয় এবং কয়েকটি যানবাহন ভাংচুর করে। ওই সময় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

এসআই হারুন-অর রশিদ জানান, দিনাজপুর থেকে রাহবার পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা যাচ্ছিল।

“সকাল পৌনে ৮টার দিকে চক্রবর্তী এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি দাঁড়িয়ে থাকা মালবোঝাই একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রাকের পেছনের অংশ বাসের সামনের অংশে কিছুটা ঢুকে পড়ে।

আহতদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

এসআই হারুন বলেন, এ ঘটনার পর এলাকাবাসী একটি বাসে আগুন ধরিয়ে দেয় এবং কয়েকটি যানবাহন ভাংচুর করে। ওই সময় ওই সড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।

সাভারের ইপিজেড ফায়ার স্টেশনের কর্মীরা গিয়ে আগুন নেভায় এবং পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে সকাল সাড়ে ৯টার দিকে যানবাহন চলাচল শুরু হয় বলে জানান তিনি।