ফেনীতে ভারতীয় শাড়ি আটক

ফেনীর ফুলগাজী উপজেলায় পরিত্যক্ত অবস্থায় ৭৩৩টি ভারতীয় শাড়ি আটকের খবর দিয়েছে বিজিবি।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2016, 04:26 AM
Updated : 30 May 2016, 04:26 AM

উপজেলার মধ্যচন্দনা গ্রামের সীমান্ত এলাকা থেকে রোববার সন্ধ্যায় শাড়িগুলো আটক করা হয় বলে বিজিবি-৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শামীম ইফতেখার জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা ওই এলাকায় অভিযান চালায়।

“এ সময় চোরাকারবারিরা পালিয়ে গেলে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৭৩৩টি শাড়ি উদ্ধার করে জায়লস্করের ক্যাম্পে নিয়ে আসে।”

জব্দ করা শাড়ির বাজার দর আনুমানিক ৩৬ লাখ টাকা বলে তিনি জানান।

শাড়িগুলো ফেনী শুল্ক অফিসে জমা দেওয়া হবে বলেও তিনি জানান।