অথচ বিএনপির মেয়রদের স্থান জেলখানায়: নজরুল

খুলনা নগরীর বাসিন্দাদের ভোটে নির্বাচিত মেয়র মনিরুজ্জামান মনিকে ‘দায়িত্ব পালন’ করতে না দেওয়ার অভিযোগ তুলে সরকারের তীব্র সমালোচনা করেছেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 May 2016, 07:26 PM
Updated : 29 May 2016, 07:26 PM

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার খুলনা মহানগর বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় ওই অভিযোগ করে তিনি বলেন, এই সরকারের মন্ত্রী-এমপি হতে ভোট লাগে না, অথচ ভোটে নির্বাচিত বিএনপির মেয়রদের স্থান হয় জেলখানায় অথবা রাস্তায়।

চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রসঙ্গ তুলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল বলেন, “আজ তারা নির্বাচনের নামে যা করছে, তা গণতন্ত্র নয়, তা তামাশা। সরকার জানে তারা জনপ্রিয়তাহীন, তাদের পায়ের তলায় মাটি নেই।”

আওয়ামী লীগ নেতৃত্বাধীন এই সরকার জাতীয় নির্বাচন নিয়েও ষড়যন্ত্র করবে- এমন শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, তা প্রতিহত করতে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তুলবে হবে এবং শিগগিরই আরেকটি বিজয়ের ইতিহাস সৃষ্টি করতে হবে।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর কমিটির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু সভায় সভাপতিত্ব করেন।

এতে প্রধান আলোচক ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ড্যাব মহাসচিব এ জেড এম জাহিদ হোসেন।

স্বাগত বক্তব্য রাখেন খুলনা সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।