ভোটের আগে ব্যালটে সিল, প্রিজাইডিং কর্মকর্তা বরখাস্ত

নোয়াখালীর সেনবাগ উপজেলার একটি কেন্দ্র থেকে ভোটের আগে সিলমারা ব্যালট উদ্ধারের ঘটনায় প্রিজাইডিং কর্মকর্তা ও এক পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 May 2016, 06:31 PM
Updated : 29 May 2016, 06:31 PM

রোববার রাতে জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনির হোসেন এ তথ্য জানিয়ে বলেন, শনিবার উপজেলার কেশারপাড় ইউনিয়নে ভোট হয়। কালারাইতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ভোট শুরুর আগে ৭০০ ব্যালট পেপার সিলমারা অবস্থায় উদ্ধার করা হয়। পরে ওইসব ভোট বাতিল ঘোষণা করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম তিনি বলেন, “নির্বাচন কমিশনের নির্দেশে কালারাইতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা লিটন চন্দ্র চক্রবর্তী ও এসআই মাসুদ কামালকে দুই মাসের জন্য বরখাস্ত করা হয়েছে।”

লিটন সেনবাগের বালিয়াকান্দি ডিগ্রি কলেজের শিক্ষক এবং মাসুদ কোম্পানীগঞ্জ থানার এসআই।