‘ভোটে হেরে’ প্রতিপক্ষের সমর্থকদের বাড়িতে হামলা

কক্সবাজারে নির্বাচনে হেরে গিয়ে প্রতিপক্ষের সমর্থকদের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্য প্রার্থীর বিরুদ্ধে।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 May 2016, 11:01 AM
Updated : 29 May 2016, 11:01 AM

কক্সবাজার সদর থানার ওসি মো. আসলাম হোসনে জানান, শনিবার গভীর রাতে সদর উপজেলার খুরুশকূল ইউনিয়নের দক্ষিণ হিন্দু পাড়ায় এ ঘটনা ঘটে। হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন।              

এ ঘটনায় জড়িত অভিযোগে রোববার সকালে তিনজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

আহতদের মধ্যে তিলক ঘোষ (৩২) নামের এক ব্যক্তিকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।   

খুরুশকূল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বিজয়ী মেম্বার মাখন চন্দ্র দে বলেন, শনিবার পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে তিনি জয়লাভ করেন। পরাজিত হন আবুল হোসেন।

“ভেটারদের উপর ক্ষিপ্ত হয়ে আবুল হোসেনের ১০০/১৫০ জন কর্মী-সমর্থক শনিবার মধ্যরাতে দক্ষিণ হিন্দু পাড়ার বিভিন্ন বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, স্থানীয় লোকনাথ মন্দির ও মগধেশ্বরী মন্দিরে ভাংচুর ও লুটপাট চালায়।”

আহতরা তার সমর্থক বলে দাবি করেন তিনি।  

আবুল হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।

ওসি আসলাম জানান, এ ঘটনার প্রতিবাদে সকালে স্থানীয়রা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে স্মারকলিপি দেন। 

এছাড়া এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করা হয়েছে। তদন্তের পর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে আটকদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।