নড়াইলে ভোটের সহিংসতায় আহত পুলিশ সদস্যের মৃত্যু

নড়াইলে ভোটের সহিংসতায় আহত এক পুলিশ সদস্য চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

নড়াইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2016, 06:06 PM
Updated : 28 May 2016, 06:06 PM

মৃত গোলাম ফারুক নড়াগাতি থানায় কনেস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জে।

নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে তার মৃত্যু হয়।

নড়াগাতি থানার ওসি মাহবুবুর রহমান বলেন, বাঐসোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ১৮ এপ্রিল রাতে চরডুমুরিয়া গ্রামে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশ সদস্য গোলাম ফারুকসহ ২০ জন আহত হলে রাতে খুলনা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়।

গত ১৯ মে সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

রোববার তার লাশ বরিশালে নেওয়ার কথা রয়েছে বলে জানান তিনি।

গত ৭ মে বাঐসোনা ইউনিয়নে নির্বাচনে অনুষ্ঠিত হয়।