পুনরায় ভোট গণনার দাবিতে নির্বাচন কর্মকর্তা অবরুদ্ধ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পুনরায় ভোট গণনার দাবিতে নির্বাচন কর্মকর্তাদের এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা।   

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2016, 04:55 PM
Updated : 28 May 2016, 04:55 PM

শনিবার রাতে উপজেলার চুমুরদী ইউনিয়নের সাহাপাড়া কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান জানান।

জেলা নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, “গণনায় অনিয়ম হয়েছে দাবি করে রাতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রফিকুল ইসলাম সোহাগ পুনরায় ভোট গণনার অনুরোধ জানান।

“ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা তাতে আপত্তি করে বলেন, কেন্দ্রে পুনরায় ভোট গণনার সুযোগ নেই। এ জন্য জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর আবেদন করতে হবে।”  

এরপর রফিকুলের সমর্থকরা সাহাপাড়া কেন্দ্রের নির্বাচন কর্মকর্তাদের ‘লাঞ্চিত’ করে এবং অবরুদ্ধ করে রাখে। পরে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব সদস্যরা এসে তাদের উদ্ধার করে বলে জানান তিনি।

ঘটনায় জড়িত সন্দেহে এক জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন এএসপি কামরুজ্জামান ।

 এ ব্যাপারে রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।