ভোটারদের কেন্দ্রে আনতে মাইকিং

ইউনিয়ন পরিষদ নির্বাচনে নেত্রকোণার একটি কেন্দ্রে মাইক দিয়ে ভোটারদের ডেকে আনার ঘটনা ঘটেছে।

লাভলু পাল চৌধুরী নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2016, 02:49 PM
Updated : 28 May 2016, 02:49 PM

জাল ভোটের গুজবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতিতে শনিবার দুপুরে পূর্বধলার হোগলা ইউনিয়নের পাট্টা দামপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র ভোটার শূন্য হয়ে পড়ে।

এ অবস্থায় নির্বাহী হাকিম তৌসিফ আহম্মেদ কেন্দ্রের পাশের মসজিদের মাইক দিয়ে ভোটারদেরকে কেন্দ্রে আসার আহ্বান জানান।

কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, শান্তিপূর্ণভাবে ভোট চলছিল। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. ইসলাম উদ্দিন সরকারের লোকজন কেন্দ্রের ভেতরে ঢুকে জাল ভোট দিচ্ছে বলে বেলা দেড়টার দিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) মো. সিরাজুল ইসলাম আকন্দ ও তার লোকজন অভিযোগ তোলেন।

“এ সময় কেন্দ্রের বাইরের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে পুলিশ, র্যা ব ও বিজিবির সদস্যরা এলে সাধারণ ভোটাররা ভয়ে পালিয়ে যান। এসময় প্রায় ১৫ মিনিটের মতো কেন্দ্রের ভেতর ও বাইরে কোনো ভোটার ছিল না।”

জাল ভোটের ঘটনা ঘটেনি দাবি করে তিনি বলেন, গুজব ছড়ানোর কারণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতিতে ভোটাররা ভয় পেয়ে যান।

নির্বাহী হাকিম তৌসিফ আহম্মেদ বলেন, স্বতন্ত্র ওই প্রার্থী গুজব ছড়ানোয় কিছু সময় কেন্দ্রে ভোটার কম ছিল।পরবর্তীতে পরিস্থিতি ঠিক হয়ে যায়।