তিতাসে জাপার ‘ধাক্কায়’ আ. লীগের ভোট বর্জন

ইউনিয়ন পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপেও আওয়ামী লীগ প্রার্থীদের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-সহিংসতার অভিযোগের মধ্যে ‘উল্টো চিত্র’ কুমিল্লার তিতাস উপজেলার এক ইউনিয়নে।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2016, 01:49 PM
Updated : 28 May 2016, 01:49 PM

দলের রাজনৈতিক মিত্র জাতীয় পার্টির প্রার্থীর কাছে ‘পেরে উঠতে না পেরে’ দুপুরের পর ‘মাঠ ছাড়ার’ ঘোষণা দিয়েছেন উপজেলার মজিদপুর ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থী শাকিলা পারভীন।

তার অভিযোগ, জাতীয় পার্টির প্রার্থীর সমর্থকরা তার এজেন্টদের কেন্দ্র থেকে তাড়িয়ে দিয়েছেন।

গত মার্চ মাসে ইউপি নির্বাচনের শুরু থেকে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ করে আসছে বিএনপি। কোথাও কোথাও প্রতিদ্বন্দ্বী না থাকায় একক প্রার্থী হিসাবে আওয়ামী লীগের প্রার্থীদের নির্বাচনী বৈতরণী পার হতেও দেখা গেছে।

অবশ্য আওয়ামী লীগের বক্তব্য ছিল এর বিপরীত; ‘প্রার্থী না পাওয়ায় এবং জনমত না থাকায়’ বিএনপি বিক্ষিপ্ত অভিযোগ করছে।

আর বিএনপির অভিযোগ নিয়ে কমিশনের পরামর্শ ছিল- ‘ঢালাও অভিযোগ’ না করে সুনির্দিষ্ট অভিযোগ দেওয়ার।

শনিবার দুপুরেও নানা অভিযোগ নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে দেখা করে হতাশার কথা জানিয়ে এসেছে বিএনপির একটি প্রতিনিধি দল।

আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এই ভোটকে ‘ভোটের নামে খেলা’ ও ‘তামাশা’ হিসাবে আখ্যায়িত করে দলটি।

দুপুরে বিএনপি ইসিতে নালিশ জানিয়ে আসার ঘণ্টার ব্যবধানে তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থী শাকিলা পারভীনের নির্বাচন বর্জনের ঘোষণা আসে।

বিকাল পৌনে ৩টায় উপজেলার শিবপুর বাস স্টেশন সংলগ্ন আওয়ামী লীগ কার্যালয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।

তার ওই ঘোষণার পরপর হোমনা-গৌরীপুর সড়কে বিক্ষোভ মিছিল শুরু করে দলের নেতা-কর্মীরা।

শাকিলা পারভীন বলেন, “ইউনিয়নের প্রতিটি কেন্দ্রে বিএনপি-জামায়াতের সন্ত্রাসী বাহিনীর যোগসাজশে জাতীয় পার্টির প্রার্থী ফারুক হোসেন সরকারের অনুসারীরা তার এজেন্টদের উপর হামলা চালিয়ে কেন্দ্র থেকে বের করে ভোট ডাকাতি করেছে।”

শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গেলে তাকে লাঞ্ছিত করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।