কুমিল্লায় বিএনপির বিদ্রোহীকে কুপিয়ে হত্যায় আটক ২

কুমিল্লার তিতাস উপজেলার বরামপুর ইউনিয়ন পরিষদে বিএনপির বিদ্রোহী প্রার্থীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে নিজ দলের প্রার্থীর বিরুদ্ধে।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2016, 10:03 AM
Updated : 28 May 2016, 03:24 PM

শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে নাগেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

হত্যাকাণ্ডে ঘটনায় জড়িত সন্দেহে বিকালে দুইজনকে আটক করেছে পুলিশ।

নিহত কামাল উদ্দিন (৫৫) উপজেলার পাঙ্গাসিয়া গ্রামের মহিউদ্দিনের ছেলে। তিনি তিতাস উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক।

কামাল বলরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন। তার লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।  

কামাল উদ্দিনের চাচাত ভাই প্রত্যক্ষদর্শী বশির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোট চলাকালে কামাল উদ্দিন কেন্দ্রে গেলে বিএনপি মনোনীত প্রার্থী তোফায়েল আহমেদ ও তার লোকজন ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা চালান।

সেখান থেকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তোফায়েল আহমেদের সঙ্গে কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক জানান, বলরামপুরে এক প্রার্থী নিহতের ঘটনায় এই ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়েছে।

কুমিল্লার সহকারী পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) ইকবাল হোসেন হাজারী বলেন, চেয়ারম্যান প্রার্থী কামালউদ্দিন নিহতের ঘটনায় জড়িত সন্দেহে বিকালে দুই জনকে আটক করা হয়েছে।

তবে তাদের নাম প্রকাশ করেনি তিনি।