মুন্সীগঞ্জে বোমা-গোলাগুলি, পুলিশসহ আহত ৪

মুন্সীগঞ্জ সদরে ভোট চলাকালে কেন্দ্রের বাইরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে পুলিশসহ অন্তত চার জন আহত হয়েছেন।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2016, 07:04 AM
Updated : 28 May 2016, 07:04 AM

শনিবার সকালে মোল্লাকান্দি ইউনিয়নের রাজারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরডুমুরিয়া কমিউনিটি সেন্টার ও মুন্সীকান্দি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ সংঘর্ষ হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে শটগানের গুলি ছোড়ে বলে পুলিশ জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টায় মোল্লাকান্দি ইউপির রাজারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা কেন্দ্র দখলের চেষ্টা করলে সংঘর্ষ বাধে। এ সময় কেন্দ্রের বাইরে বেশ কয়েকটা হাতবোমার বিস্ফোরণ ঘটে।

অতিরিক্ত পুলিশ সুপার আবদুল হালিম জানান, ওই সময় আতঙ্কিত লোকজন এদিক-সেদিক ছুটতে থাকে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে শতাধিক রাউন্ড শটগানের গুলি ছোড়ে।

“পুলিশের কনস্টেবল সোহেলসহ (৩২) অন্তত চার ব্যক্তি আহত হন।”

এরপর সোয়া ১১টায় একই ইউপির আওয়ামী লীগ প্রার্থী চরডুমুরিয়া কমিউনিটি সেন্টার কেন্দ্র ও মুন্সীকান্দি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলের চেষ্টা করলে সংঘর্ষ বাধে।

এখানেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকরাউন্ড ফাঁকা গুলি ছোড়ে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার আবদুল হালিম।

তবে ভোট গ্রহেনে কোনো বিঘ্ন হয়নি বলে জানান তিনি।

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া উপজেলার ১৪টি ইউনিয়নে ভোট গ্রহণ চলছে। সদর উপজেলার ৬টি ও গজারিয়া উপজেলার ৮টি ইউনিয়নে ১৩৫টি কেন্দ্র রয়েছে।