তিতাসে কেন্দ্রে গোলাগুলি, আহত ৯

কুমিল্লার তিতাস উপজেলার সাতানী  ইউনিয়নে ভোট চলাকালে একটি কেন্দ্রে গোলাগুলিতে অন্তত নয় জন আহত হয়েছেন।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2016, 05:00 AM
Updated : 28 May 2016, 05:15 AM

শুক্রবার সাতানী  ইউনিয়নের দ্বিতীয় সরস্বতীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। 

আহতদের মধ্যে রয়েছেন স্থানীয় মেহেদী, সাদ্দাম হোসেন, জালাল, ইমরান, সালাউদ্দিন মুহিন, ইকলাস ও ইব্রাহিম। বাকিদের নাম জানা যায়নি।

আহতদের মধ্যে আট জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

দাউদকান্দি থানার পরিদর্শক (তদন্ত) ফরিদ আহমেদ বলেন, কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটেছে। তাই ভোট গ্রহণে কোনো সমস্যা হয়নি।

ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি জানান, দ্বিতীয় সরস্বতীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এক প্রার্থীর সমর্থকরা গুলি ছুড়ে ও হাতবোমা ফাটিয়ে কেন্দ্র দখলের চেষ্টা করে।

পরিদর্শক ফরিদ আহমেদ বলেন, গুলিতে অন্তত নয় জন আহত হয়েছেন। স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।   

পঞ্চম ধাপে শনিবার কুমিল্লার মেঘনা, তিতাস, হোমনা, নাঙ্গলকোট ও বুড়িচং উপজেলার ৩৪টি ইউনিয়ন পরিষদে ভোট চলছে।